১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতিসংঘে আবারও এক ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হলো। এতে অধিকাংশ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবকে সমর্থন জানায়। এই প্রস্তাবকে বলা হচ্ছে ‘নিউইয়র্ক ঘোষণা’, যেখানে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সেখানে হামাসের কোনো ভূমিকা বা সংশ্লিষ্টতা থাকবে না। বিশ্বজুড়ে চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা ও পশ্চিম তীরে একটি কার্যকর সমাধান খুঁজে বের করাই এর উদ্দেশ্য। প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। শিরোনাম ছিল— ‘ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং...