
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল নেপালে আবারও দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট। সহিংসতা ও বিক্ষোভের জেরে প্রেসিডেন্টের সিদ্ধান্তে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো এর পুনর্বহালের দাবি তুলেছে। তারা এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে সংসদ পুনর্বহালের আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্দোলন ও সহিংসতার প্রেক্ষিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে আইনসভা ভেঙে দেন। তবে প্রধান দলগুলো মনে করছে, এই পদক্ষেপ সংবিধানবিরোধী এবং আদালতের আগের রায়েরও পরিপন্থি। বিস্তারিত তথ্য অনুযায়ী, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আটটি দল শনিবার এক যৌথ বিবৃতি দিয়ে সংসদ পুনর্বহারের দাবি জানায়। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের সিদ্ধান্ত জনগণের...