১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে তিন দিনে সেনা-পুলিশ যৌথ অভিযানে কমপক্ষে ৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় বন্দুকযুদ্ধে ১৯ জন সেনাও প্রাণ হারিয়েছেন। এই অভিযান দেশটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইকে আরও তীব্র করেছে। ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লোয়ার দিরে পৃথক অভিযান পরিচালনা করা হয়। মূল উদ্দেশ্য ছিল তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে আঘাত হানা এবং সন্ত্রাসীদের ক্ষমতা কমানো। সেনা-পুলিশ যৌথ বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বাজাউরে নিহত হয়েছে ২২ জন, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন এবং লোয়ার দিরে ১০ জন। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে...