১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম অভিবাসনবিরোধী বিক্ষোভে সেন্ট্রাল লন্ডনে এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে। ডানপন্থি নেতা টমি রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থি গোষ্ঠীগুলোও। অন্যদিকে পাল্টা প্রতিরোধে রাস্তায় নেমেছে অভিবাসীবান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশি অধ্যুষিত এলাকায়ও হয়েছে বর্ণবাদবিরোধী বিশাল র্যালি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের হিসাব অনুযায়ী, ‘ইউনাইট দ্য কিংডম’ নামের এই মিছিলে অংশ নেন প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। পাশাপাশি, কাছেই সমবেত হয় ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ এর ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। তাদের কণ্ঠে স্লোগান, ‘বর্ণবাদ নিপাত যাক, অভিবাসীদের মর্যাদা চাই’। মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে...