মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে শর্ত হলো—সব ন্যাটো মিত্র দেশকে মস্কো থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং নিজেদেরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি বড় নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে তখনই যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নেবে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে।” তিনি প্রস্তাব দেন, ন্যাটো দেশগুলো যৌথভাবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করুক, যাতে রাশিয়ার অর্থনৈতিক নির্ভরতা দুর্বল হয়। ট্রাম্প অভিযোগ করেন, ন্যাটোর প্রতিশ্রুতি যুদ্ধ জেতার ক্ষেত্রে শতভাগ নয় এবং কিছু সদস্য এখনও রাশিয়ার তেল কিনছে। তার ভাষায়, “এটি আপনাদের রাশিয়ার সঙ্গে দরকষাকষির অবস্থানকে দুর্বল করছে।” চীন ও ভারতের পর ন্যাটো...