জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব? শুধুমাত্র দারোয়ান পরিবর্তন করে আমরা ৫০ বছর দেখেছি। টেন্ডারবাজি থামানো যায়নি, ভোট ডাকাতি বন্ধ হয়নি।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ভাঙা ঘর ঠিক করতে হবে। শুধু পাহারাদার বদলালেই হবে না, দরজা-জানালাও বদলাতে হবে। এজন্য মুখের কথায় বিশ্বাস করি না, আমাদের একটি নতুন সংবিধান চাই।’ হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। প্রয়োজনে আগামীকালই নির্বাচন দিন। তবে আগে লিখিতভাবে নতুন সংবিধান দিতে হবে—যে সংবিধানে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে তিনি...