শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই যুবক গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলা জেলার সদর থানার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা দুই যুবক খেলনা পিস্তল ও লোহার পাইপ নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছিলেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেন। খবর...