ইতালিয়ান সিরি আ লিগের জমজমাট ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচে দুই ভাই কেফরেন থুরাম ও মার্কাস থুরাম বিপরীত দুই দলের হয়ে গোল করে নজর কাড়েন। সাবেক ফ্রান্স তারকা লিলিয়ান থুরামের দুই ছেলেই ম্যাচের শেষদিকে মাত্র ছয় মিনিটের ব্যবধানে গোল করে উত্তেজনা ছড়িয়ে দেন। শনিবার রাতে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত ভলিতে জুভেন্টাসকে এগিয়ে দেন সাবেক বোর্নমাউথ ও নিউক্যাসল ডিফেন্ডার লয়েড কেলি। তবে ৩০ মিনিটে হাকান চালহানোগলুর দূরপাল্লার শটে সমতা ফেরায় ইন্টার। ৩৮ মিনিটে কনান ইয়িলদিজ আবারও শক্তিশালী নিচু শটে জুভেন্টাসকে লিড এনে দেন। ৬৫ মিনিটে চালহানোগলু দ্বিতীয়বার ইন্টারকে সমতায় ফেরান চমৎকার ভলিতে। এরপর ৭৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে প্রথমবার ইন্টারকে এগিয়ে দেন মার্কাস থুরাম। কিন্তু তার ৪ বছরের ছোট ভাই কেফরেন থুরাম...