শনিবার (১৩ সেপ্টেম্বর) বেড়া পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা, উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে ‘৬৮ পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করেন। তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। কমিটির নেতারা জানান, স্বাধীনতার পর থেকে পাবনা-১ আসনটি গঠিত ছিল পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়ার চারটি ইউনিয়ন নিয়ে। অন্যদিকে, পাবনা-২ আসনে ছিল বেড়ার বাকি পাঁচটি ইউনিয়ন...