জাতীয় দলের জার্সিতে সুখময় মুহূর্ত কাটিয়ে এসে মুদ্রার অপরপিঠ দেখলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার পেনাল্টি মিসের দিনে হেরেছে দলও। ইদান তোকলোমাতির হ্যাটট্রিকে শার্লট এফসির কাছে ৩-০ ব্যবধানে হেরেছে মায়ামি। আজ (রোববার) ভোরে প্রতিপক্ষের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলতে পজেশনে এগিয়ে থাকলেও মায়ামি শার্লটের সঙ্গে প্রায় সমানতালে লড়েছে। ৫৯ শতাংশ বল দখলে রেখে ১০ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে শার্লটের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। শার্লটের পক্ষে তোকলোমাতি পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। এমনকি ১৯৯৮ সালের পর এমএলএসের প্রথম কোনো ২১ বা তারচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলে অবদান রাখলেন তিনি। ম্যাচটিতে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। ষষ্ঠ মিনিটে জর্দি আলবার নেওয়া পয়েন্ট ব্ল্যাঙ্ক শট ঠেকান শার্লট গোলরক্ষক...