পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অপরাধে রোমান হোসেন (১৩) নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। কিশোর রোমান মান্দারবন গ্রামের আবদুল গনি ডাক্তারের ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার সময় প্রতিবেশী ছালাম হাওলাদারের সুপারি গাছ থেকে সুপারি পেড়ে বাড়িতে ফিরছিলেন রোমান। পরে সে ছালাম হাওলাদার নামে আরও এক ব্যক্তির গাছে থেকে সুপারি পাড়েন। এ সময় ওই ঘরের লোকজন বাড়িতে ছিলেন না। সুপারি পাড়ার বিষয়টি স্থানীয় যুবক আমীর, সজিব ও বাবুল দেখে ফেলেন। পরে তারা রোমানকে ধরে হাত-পায়ে ও গলায় রশি লাগিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন এবং ওই...