বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধারার সংগীতে পারদর্শিতা দেখালেও ফরিদা পারভীন শ্রোতাদের কাছে পরিচিত ছিলেন ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষকে মুগ্ধ করে এসেছে। তার গানের মাধ্যমে আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধ নতুন মাত্রায় উপস্থাপিত হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও সংগীতচর্চা থেকে দূরে সরে যাননি ফরিদা পারভীন। সংগীতের প্রতি তার এই অগাধ অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন সৃষ্টির প্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ফরিদা...