বরেণ্য লোক ও লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। শিল্পীর ছেলে ইমাম নাহিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ কুষ্টিয়ার উদ্দেশে নেওয়া হবে এবং পরিবারের ইচ্ছা অনুযায়ী সেখানেই দাফন সম্পন্ন হবে। ফরিদা পারভীন গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার...