হংকংকে হারিয়ে এশিয়া কাপে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেল টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ব্যাটে-বলে ব্যর্থতা শিকার করে পরাজয় বরণ করল লিটন দাসের দল। আর ম্যাচ শেষে হারের জন্য সরাসরি নিজেদের পাওয়ার প্লের ব্যাটিং ব্যর্থতাকে দায় দিলেন টাইগার অধিনায়ক। এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতাই খুলতে পারেনি বাংলাদেশ। উল্টো হারিয়েছে দুই ওপেনারের উইকেট। শেষ পর্যন্ত পাওয়ারপ্লেতে আসে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৩০ রান। এরপর জাকের আলী ও শামিম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে ভর করে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা। এদিন ম্যাচ শেষে শুরুর ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তিনি জানান, ‘হ্যাঁ পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে...