কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা করেন খালেদ বিন সাইফুল্লাহ। তারপর ভর্তি হন ঢাকার উত্তরা ইউনিভার্সিটিতে। ২০১৭ সালে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক করেন। পরের বছরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই প্রকৌশলী। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকল্প ভিত্তিতে কাজ করেছেন। এর মধ্যে ওয়েলস ফার্গো, জনসন অ্যান্ড জনসন, সিগনাও আছে। আর ২০২২ সাল থেকে আছেন বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে। কীভাবে নিজেকে তৈরি করেছেন এই প্রকৌশলী? এক যুগ আগের কথা। ডিপ্লোমা শিক্ষার্থীরা তখন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাড়া আর অল্প কিছু বিশ্ববিদ্যালয়েই স্নাতকে পড়তে পারতেন। উত্তরা ইউনিভার্সিটি ছিল তার মধ্যে অন্যতম। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ বেশি। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ভর্তির আগে তাই মাথায় ঘুরপাক খাচ্ছিল নানা দুশ্চিন্তা। উত্তরা ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালেদ বলেন, ‘আমরা যখন ডিপ্লোমা করেছি, কর্মক্ষেত্রের...