ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষ হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচনের পরের দিন সকাল সাড়ে আটটার দিকে দেওয়া হয় চূড়ান্ত ফলাফল। ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসজুড়ে এখন এক ধরনের স্বস্তি ও আলোচনার পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী প্রচারণা আর ভোটের উচ্ছ্বাস শেষ হলেও শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রত্যাশা জন্ম নিয়েছে। শিক্ষার্থীদের মন্তব্য, নির্বাচিত প্রতিনিধিদের কাজের মাধ্যমে বোঝা যাবে এই নির্বাচনের আসল সাফল্য কতটা। ডাকসুর ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ। নতুন নেতৃত্বকে ঘিরে শিক্ষার্থীদের আশা, হল ও ক্যাম্পাসের নানা সমস্যার দ্রুত সমাধান করা। শিক্ষার্থীরা মনে করছেন, ডাকসু শুধু প্রতীকী প্রতিষ্ঠান নয়। বরং শিক্ষার্থীর অধিকার ও দাবি তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম। তবে অনেকের মনে সংশয়ও রয়ে গেছে, প্রতিনিধিরা কি সত্যিই...