আবুধাবিতে গতকালের দিনটা যে বাংলাদেশের ছিল না, সেটার আভাস মিলেছিল ম্যাচের শুরুতেই। ইনিংসের প্রথম দুই ওভারে দুই উইকেট হারালেও বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান ছিল না। সেই পরিস্থিতি থেকে লিটন দাসের ২৮ ও শেষ দিকে জাকের আলী অনিক (৩৪ বলে ৪১*) এবং শামিম হোসেন পাটোয়ারির (৩৪ বলে ৪২*) সৌজন্যে নির্ধারিত২০ ওভারে ১৩৯ রানের সংগ্রহপায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিবেচনায় এটাকে বড় সংগ্রহ বলার উপায় নেই। তবুও এ রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকাতে অবিশ্বাস্য কিছু করতে হতো মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামদের। কিন্তু বাংলাদেশি বোলাররা সেই অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারলেন না। এতে যা হওয়ার, তাই হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নিয়েছে ইনিংসের ৬ উইকেট ও ৩২ বল হাতে রেখে। এ হারে টুর্নামেন্টের সুপার ফোরে ওঠার পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ২...