ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ভয়াবহ বোমাবর্ষণ চালিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) অন্তত ৪৯ জনকে হত্যা করেছে এবং ছয় হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। এদিন গোটা গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৬২ জনে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, অবিরাম অবরোধ ও বোমাবর্ষণের কারণে গাজার মানুষ এখন ভয়াবহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। খবর আল জাজিরার। সাক্ষীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে টানা হামলা চালাচ্ছে, যেন শহরটি দখলের পথ সুগম হয়। এসময় তারা ক্ষুধার্ত ও আতঙ্কিত বাসিন্দাদের পালিয়ে যেতে লিফলেটও ছড়িয়ে দিচ্ছে। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপরই আবাসিক এলাকা ও জনসেবামূলক স্থাপনায় হামলা চালাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রচণ্ড ভিড় ও সম্পদের ঘাটতির কারণে অনেকে দক্ষিণে...