শনিবার শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের সুপার ফোরের লক্ষ্যকে বড় এক ধাক্কাই দিয়েছে। লঙ্কানদের কাছে এই হারটা এসেছে ৩২ বল হাতে রেখে, যার ফলে নেট রান রেটেও বড় চাপে পড়ে গেছে লিটন দাসের দল। তবে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা একেবারে মিলিয়ে যায়নি। সমীকরণ মেলালে ঠিকই লিটনদের দেখা মিলবে এশিয়া কাপের শেষ চারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ গেল যে কারণে, তার অনেকটা দায় শ্রীলঙ্কা ম্যাচের। লঙ্কানদের বিপক্ষে শুরুর ২ ওভারে দুই উইকেট খোয়ানো, রান তুলতে না পারা যে দলকে চাপে ফেলে দিয়েছিল, সেটা থেকে আর বেরোতে পারেনি দলটা। লিটন দাসের ২৮, জাকের আলীর অপরাজিত ৪১ আর শামীম পাটোয়ারীর অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১৩৯ রান স্কোরবোর্ডে জড়ো করেছিল দলটা। তবে সেটা বোলারদের জন্য যথেষ্ট হয়নি। পাওয়ারপ্লেতে একটা উইকেট তুলে নেওয়া গেলেও...