আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তানি তালেবানদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ১৯ সেনাসহ মোট ৬৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, সাহসিক লড়াইয়ের পর শাহাদাত বরণ করেছেন ১৯ সেনা। আর নিহত হয়েছে ৪৫ জঙ্গি। খবর আলজাজিরার।আরো পড়ুন:শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিককুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক এদিকে, পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ বলছে, আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই গোষ্ঠী আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এজন্য কাবুল সরকারকে ‘দায়িত্ব পালনের’ আহ্বান জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সেনারা নিহত জঙ্গিদের ‘খারিজি’ বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে তারা ভারতের মদদপুষ্ট। যদিও এ অভিযোগের কোনো প্রমাণ...