গাজা সিটিতে ইসরায়েলি সেনারা টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। শনিবার একদিনেই অন্তত ৪৯ জন নিহত হয়েছে এবং ৬ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। পুরো গাজা উপত্যকায় একই দিনে নিহতের সংখ্যা প্রায় ৬২ জনে পৌঁছেছে। স্থানীয় সূত্র জানায়, শহরে প্রতি ১০-১৫ মিনিট পরপর হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি হামলায় আবাসিক ভবন, জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্র ও জনবহুল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।ইসরায়েলি বাহিনী শহরের আকাশে লিফলেট ফেলে বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলেছে। তবে যারা দক্ষিণে গিয়ে আশ্রয় নিয়েছেন, তারা জানিয়েছেন—সেসব এলাকা ভিড়াক্রান্ত, পর্যাপ্ত খাবার-পানি নেই, চিকিৎসা সেবা ও আশ্রয়কেন্দ্র খুবই সীমিত। এমনকি সেসব এলাকাও হামলার বাইরে নয়। অনেকে তাই আবার গাজা সিটিতে ফিরে আসছেন।জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা উপত্যকার ৮৬ শতাংশ এলাকা হয় সামরিকায়িত অঞ্চল হিসেবে ঘোষিত, নয়তো সরিয়ে দেওয়ার হুমকির মধ্যে রয়েছে। তীব্র হামলা ও...