বাংলা লোকসংগীতকে বিশ্ব-দরবারে তুলে ধরেছিলেন ‘লালনকন্যা’ খ্যাত ফরিদা পারভীন। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। ফরিদা পারভীনের মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের সঙ্গীতাঙ্গন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে ফরিদা পারভীনের মৃত্যু শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিশিষ্টজনেরা। লালনের গান গেয়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন ফরিদা পারভীন। দীর্ঘ ৫৬ বছরের বর্ণাঢ্য সংগীতজীবনে পেয়েছেন নানা সম্মাননা। দীর্ঘদিন ধরে ফুসফুস আর কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, উনি সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন। উনি...