শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের পর বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় তারা আত্মসমর্পণ করেন।আরো পড়ুন:সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনেরাকুমিল্লায় ৫ কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ কাভার্ডভ্যান জব্দ সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনেরা কুমিল্লায় ৫ কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ কাভার্ডভ্যান জব্দ হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকরা হলেন- রাঙামাটির লংগদু থানার রসুলপুর গ্রামের সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬), একই এলাকার ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬), সাতক্ষীরার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের হোচেন গাজীর ছেলে মো. মাহফুজ...