যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে প্রায় ৩৩ ঘণ্টার অভিযান শেষে গ্রেপ্তার করা হয় রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকারীকে। সিএনএন জানিয়েছে, বাবার সন্দেহ ও পারিবারিক এক বন্ধুর সহায়তায় ২২ বছর বয়সী টেইলার রবিনসনকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেইলারই এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। এর আগে, তার ছবি প্রকাশ করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। টেইলারের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্র ব্যবহার এবং বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে ইউটাহ কাউন্টি...