রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কীভাবে গণনা করা হবে ভোট, মেশিন না ম্যানুয়াল পদ্ধতিতে, এ নিয়ে এখন বিভক্ত ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল বলছে, ভোট গণনা হতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। ছাত্রশিবির বলছে, লন্ডনের প্রেসক্রিপশনে ভোট গণনা হবে না। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই মেশিনের পক্ষে। এদিকে নির্বাচন কমিশন বলছে, ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়েছে ছয়টি মেশিন। হাতে গণনার সুযোগ তো আছেই। রাকসু ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবির বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে ভোট গণনা পদ্ধতি ডিজিটাল নয়, ম্যানুয়াল হবে। তবে ভিন্ন মত ছাত্র শিবিরের। তাঁরা বলছেন, লন্ডনের প্রেসক্রিপশনে ভোট গণনা হবে না। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন, মেশিনে ভোট গণনা করা হলে, সময় কম লাগবে, স্বচ্ছতা...