লন্ডনের কেন্দ্রস্থলে কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসনের আয়োজিত র্যালিতে সহিংসতায় অন্তত ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় আছেন। স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত “ইউনাইট দ্য কিংডম” শীর্ষক র্যালিতে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। একই সময়ে "স্ট্যান্ড আপ টু রেসিজম" নামে পাল্টা বিক্ষোভে অংশ নেন আরও প্রায় ৫ হাজার মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়, পাশাপাশি অন্য প্রদেশ থেকে আরও ৫০০ পুলিশ আনা হয়। তবে বিক্ষোভকারীদের অনেকেই বোতল, ইটপাটকেল ছোড়েন এবং পুলিশের ওপর হামলা চালান। সহিংসতার ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, “অনেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নিলেও অনেকেই আগে থেকেই সহিংসতার উদ্দেশ্যে...