১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ এএম মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকা থেকে মানিকগঞ্জ সদর ও শিবালয় থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আওয়ালকে আটক করা হয়। শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের মো.আমজাদ মৃধা ছেলে মো. রাকিব হাসনাত আওয়াল। শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে তাকে গত ১৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর...