১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ এএম ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পালা শেষ। গত মে মাসে হয়ে যাওয়া সাময়িক যুদ্ধের পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ও চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান। যে ম্যাচ নিয়ে সবসময়ই উত্তেজনার পারদ থাকে চরমে। দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে আটটায়। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। দুই দলই বড় জয়ে আসর শুরু করে। তাই দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরের পথে বড় আরেক ধাপ এগিয়ে যাওয়া। রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী দু’দলই। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। পুরো ক্রিকেট বিশ্বই কাল তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া...