১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম আন্তর্জাতিক বিরতির পর ক্লাবে ফেরাটা সুখকর হলো না লিওনেল মেসি, রদ্রিগো দে পলদের। মেজর লিগ সকারে তাদের দল ইন্টার মায়ামি হেরে গেছে শার্লটের কাছে। বাংলাদেশ সময় শনিবার সকালে চার্লটের মাঠে মায়ামির হার ৩-০ ব্যবধানে। বিজয়ী দলটির হয়ে তিনটি গোলই করেন ইদান তকলোমাতি। শেষ দিকে বেশ খানিকটা সময় একজন কম নিয়ে খেলতে হয় মায়ামিকে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না লুইস সুয়ারেস। এদিন যেন মাঠে নিজের ছায়া হয়ে ছিলেন মেসি। মায়ামিও পারেনি প্রতিপক্ষকে চেপে ধরতে। রক্ষণেও দূর্বলতা ফুটে উঠেছে বার বার। যদিও ৫৯ শতাংশ সময়ই বলের দখল ছিল মায়ামির অনুকূলে। গোলের উদ্দেশে নেওয়া ১০টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতি স্রেফ ৪টি শট লক্ষ্যে রেখে তিনবারই সফল শার্লট।...