১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম আফগান সীমান্ত ঘেঁষা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সাম্প্রতিক এই সহিংসতায় পাকিস্তানের অন্তত ১৯ সেনা সদস্য ও ৩৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আফগান সীমান্তের কাছে তিনটি ভিন্ন অভিযানে এই সংঘর্ষ ঘটে। বাজাউর জেলা, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লোয়ার দির এলাকায় একের পর এক অভিযানে সেনারা টিটিপির আস্তানা লক্ষ্য করে হামলা চালায়। এসব অভিযানের সময়ই প্রাণহানি ঘটে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এসব অভিযানের উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক ভেঙে দেওয়া। বিস্তারিত তথ্যে জানা যায়, বাজাউর জেলায় চালানো অভিযানে নিহত হয়েছেন অন্তত...