বাংলাদেশের সাহিত্যক্ষেত্রে প্রতিদিন অসংখ্য নতুন হাত জন্ম নিচ্ছে। কেউ কবিতার পঙক্তিতে নিজের অশান্ত হৃদয়ের ভাষা খুঁজে পায়, কেউ গল্পে সমাজের অবহেলিত মানুষদের তুলে ধরে, কেউ আবার কলামে সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক সত্যকে শব্দে বাঁধতে চায়। তারা সবাই একেকটি সম্ভাবনার আলো, যাদের কলম থেকে বেরিয়ে আসতে পারে ভবিষ্যৎ প্রজন্মের সাহিত্য-সম্পদ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো, আমাদের সমাজে, বিশেষ করে সাহিত্য ও পত্রিকার মতামত বিভাগে নতুন লেখকরা এখনো অবহেলার শিকার। এ অবহেলা শুধু একজন মানুষের হতাশা নয়, এটি গোটা জাতির জন্য প্রতিভা হারানোর শঙ্কা।পরিচয় বনাম মান—আমাদের দেশে লেখালেখির ক্ষেত্রে মানের চেয়ে পরিচয় অনেক বেশি গুরুত্ব পায়। একটি লেখা যদি পরিণত ও গভীর হয়, কিন্তু লেখক যদি অপরিচিত বা নতুন হন, তবে সেটি প্রায়ই প্রকাশনার আলো দেখতে পায় না। অন্যদিকে কোনো প্রতিষ্ঠিত লেখকের...