ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও ছাত্রশিবিরের জয়জয়কার। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, জাকসুর কেন্দ্রীয় সংসদে শীর্ষ চার পদের তিনটিসহ মোট ২৫টি পদের মধ্যে ২০টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তবে ৩৩ বছর পর জাকসুর সহসভাপতি (ভিপি) এসেছে স্বতন্ত্র থেকে। আর শেষ মুহূর্তে ভোট বর্জন করা ছাত্রদলের প্যানেল থেকে কেন্দ্রীয় পদে একটি জয়ও আসেনি।জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন শিক্ষা ও...