নেপালে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো। শনিবার এক বিবৃতিতে এই দাবি জানায়, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএলসহ আটটি দল। নেতারা বলছেন, পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্ত অসাংবিধানিক। রয়টার্স জানিয়েছে এসব তথ্য। এদিকে, বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর এবার স্বাভাবিক জীবনে ফিরছে নেপাল। কাঠমান্ডু ও অন্যান্য এলাকা থেকে শনিবার তুলে নেওয়া হয়েছে কারফিউসহ নানা বিধিনিষেধ। নেপালের অন্তর্বর্তী সরকার হিসেবে সুশীলা কার্কির নিয়োগের একদিন পরই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কারফিউ তুলে নেওয়ার পরই খুলেছে দোকানপাট, সবজি বাজার ও শপিং মল। একাধিক...