ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রতিদিন শারীরিক বিভিন্ন জটিল ব্যথার নতুন ধরনের রোগী পেতেন মো. আফজাল হোসেন। শারীরিক ব্যথা নিয়ে আসা সেসব রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে আফজালের মনে হতো বিদেশ থেকে উচ্চশিক্ষা নিতে পারলে রোগীদের আরও ভালো সেবা দিতে পারতেন। এরপর ইউরোপ, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি বিষয়ে উচ্চশিক্ষার জন্য খোঁজ নিতে থাকেন। নানা বাধা পেরিয়ে অবশেষে সফল হন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে স্পোর্টস ফিজিওথেরাপি বিষয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করছেন। গত আগস্টে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির হিউম্যান পারফরম্যান্স অনুষদের অধীনে সায়েন্স ইন এক্সারসাইজ ফিজিওলজি বিভাগে স্পোর্টস ফিজিওথেরাপিতে ফুল ফান্ডিং স্কলারশিপ পেয়ে ভর্তি হয়েছেন। তবে আফজালের এ সফলতার পথ সহজ ছিল না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রিকমেন্ডেশন লেটার ও গ্রেডিং পদ্ধতির সনদ পেতে তাঁকে বেগ পেতে...