শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ ঘোষণা করেছে একগুচ্ছ ওয়েব সিরিজ মুক্তির। এর মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত কয়েকটি জনপ্রিয় সিরিজের অন্তিম পর্ব এবং একেবারে নতুন সিরিজ। দর্শকদের জন্য এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘উৎসবের নতুন গল্প’। অক্টোবর মাসেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজগুলো। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন সিরিজ আসছে এবার—নিশির ডাকনতুন এই ভৌতিক ঘরানার সিরিজ পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। অভিনয়ে সৃজা দত্ত ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এর গল্পে উঠে আসবে ভুলে যাওয়া এক সংগীতশিল্পীকে নিয়ে গবেষণা করতে গিয়ে ছয় বন্ধু পৌঁছে যায় এক নিস্তব্ধ শহরে। তারপর কী ঘটে? ভৌতিক আবহে মোড়া এই গল্প দর্শকদের টেনে রাখবে শেষ অবধি।ইন্দু ৩দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে ‘ইন্দু’-র শেষ পর্ব। রহস্যে মোড়া...