১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন, এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রও রক্ষা পায়নি। হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হলেও বাস্তবে কোথাও নিরাপত্তা নেই। রোববার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার সারাদিনের ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটিতেই অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকায় এই দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। হামলার কারণে গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৬ হাজার মানুষ। ইসরায়েলি বাহিনীর লক্ষ্য এখন সরাসরি গাজা সিটি দখল করা, আর সেই উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চালানো হচ্ছে বিমান হামলা। সেনারা এমনকি লিফলেট ছড়িয়ে জানাচ্ছে, শহর ছেড়ে পালিয়ে যেতে হবে।...