দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বয় গ্রুপ এক্সোর সাবেক সদস্য লুহান ও চীনা অভিনেত্রী গুয়ান জিয়াওটং আলাদা হয়ে গেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর পাওয়া গেছে। তবে দুজনই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেননি।ইটিটুডের প্রতিবেদনে বলা হয়েছে, তারা আসলেই সম্পর্ক শেষ করেছেন। গত ডিসেম্বরে যৌথ মালিকানাধীন কোম্পানির শেয়ার ভাগাভাগি শেষ হয়েছে। এ ছাড়া এপ্রিলে লুহানের জন্মদিনে গুয়ান নীরব ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পর্ক-সংক্রান্ত পোস্টগুলো মুছে ফেলেছেন। দুজনকেও আর একসঙ্গে জনসমক্ষে দেখা যায়নি। ভ্যালেন্টাইনস ডেতে একে অপরের প্রতি কোনো শুভেচ্ছাও জানাননি। এসব ঘটনা বিচ্ছেদের জল্পনাকে আরও জোরদার করেছে।লুহান ও গুয়ান প্রথম ২০১৭ সালে তাদের প্রেমের সম্পর্ক স্বীকার করেন। এরপর থেকে বিয়ে বা বিচ্ছেদের গুঞ্জন একাধিকবার উঠলেও সবসময়ই তা অস্বীকার করেছেন তারা।লুহান ২০১২ সালে এক্সোর সদস্য হিসেবে অভিষেক করেন। ২০১৪ সালে ব্যান্ড...