১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি-রামগড় আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মোহাম্মদ ইলিয়াস ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুল আজম রাশেদ ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ রাজামিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল এবং কোষাধ্যক্ষ মোঃ আবু তৈয়ব নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আকবর আলী, মোঃ মহিউদ্দিন, ও সাইদুল ইসলাম, মোঃ মহিউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ রফিকুল ইসলাম (সদস্য) এবং মোহাম্মদ হারুনুর রশিদ (দপ্তর ও ক্রীড়া সম্পাদক)। নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক...