ব্যান্ড অর্থহীন অ্যালবাম প্রকাশ করে অক্টোবরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। সেখানকার বিভিন্ন রাজ্যে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাদের। টিটু আরও বলেন, “আমরা ‘ফিনিক্সের ডায়েরি-২’ প্রকাশ করে অক্টোবরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে দেশ ছাড়ব। এরপর ২৫ অক্টোবর বোস্টনে প্রথম কনসার্ট হবে। তারপর নিউইয়র্ক, ভার্জিনিয়া, ডালাস, হিউস্টন ও ইন্ডিয়ানা শহরে কনসার্ট নিশ্চিত হয়েছে। আরও কিছু শহরের ব্যাপারে আলোচনা চলছে। সেগুলো নিশ্চিত হলে জানানো হবে।”এটি যুক্তরাষ্ট্রে অর্থহীন ব্যান্ডের প্রথম সফর। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে পারফর্ম করবে তারা। দেশে ফিরে আবারও বিভিন্ন জেলায় কনসার্ট করার পরিকল্পনাও রয়েছে।অর্থহীনের বর্তমান লাইনআপ: সুমন (গায়ক, বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)। এটি যুক্তরাষ্ট্রে অর্থহীন ব্যান্ডের প্রথম সফর। অক্টোবরের শেষ...