১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে নিজ দলকে ক্ষমতায় দেখতে চাইলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাছির উদ্দিন হাজারী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কৃষকদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন হাজারী নির্বাচনকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেওয়ার আহবান জানান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে তিনি এ আহবান জানিয়েছেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত র্যালিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি আখাউড়া পৌর এলাকার বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। এ সময় নাছির উদ্দিন হাজারি বলেন, 'বিএনপিকে দুর্বল ভাবলে হবে না। সঠিক দলীয় মনোনয়ন দেওয়া হলে আমাদের আসনসহ বেশিরভাগ আসনেই বিএনপি পাস...