জেলা ও উপজেলা প্রশাসনের অভ্যন্তরে সহকারীরা মাঠ প্রশাসনের অবিচ্ছেদ্য অংশ হলেও তারা বছরের পর বছর বেতন কাঠামো, পদোন্নতি ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। নথি প্রক্রিয়াকরণ, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, তথ্য উপস্থাপনসহ যাবতীয় প্রশাসনিক কাজের বড় অংশটিই পরিচালিত হয় তাদের মাধ্যমে।খোঁজ নিয়ে দেখা গেছে, একজন জেলা প্রশাসক প্রায় ২০০টি সরকারি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন, যার পরোক্ষ চাপ গিয়ে পড়ে প্রশাসনিক সহকারীদের ওপর। ঢাকা জেলা প্রশাসকের অফিসে ২০২২ সালে এক বছরে প্রায় ১ লাখ ২০ হাজার ফাইল নিষ্পত্তি হয়েছে, যেগুলোর প্রাথমিক তথ্য সংগ্রহ, নোট তৈরি, খসড়া প্রস্তুত করেছেন সহকারীরাই। ইউএনওদের ক্ষেত্রেও প্রতিদিন গড়ে ৫০-১০০টি ফাইল আসে, যার মধ্যে নির্বাচনী তদারকি থেকে শুরু করে ভূমি সংক্রান্ত অভিযোগ, প্রকল্পের বিল-ভাউচার পর্যন্ত থাকে। এ ফাইলচালনার মূলে থাকে মাঠ প্রশাসনের সহকারীদের নিরলস শ্রম। কিন্তু...