রাশিয়া থেকে পেট্রোলিয়াম কেনায় চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার ট্রুথ সোস্যালে পোস্ট দিয়ে এ হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেন, শুল্ক বাড়ালে ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ন্যাটো দেশগুলোকেও এক হাত দেন ট্রাম্প। তিনি বলেন, জোটের কিছু সদস্যের এখনো রাশিয়ান তেল কেনা আশ্চর্যজনক। যা ইউক্রেন যুদ্ধ বন্ধের ন্যাটোর দর কষাকষির ক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করে। এর জেরে তাদের রাশিয়া থেকে...