গত দুই যুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪টি নতুন বিভাগ খোলা হয়েছে। শিক্ষার্থী বেড়েছে ১৪ হাজারের বেশি। এই সময়ে আবাসিক হল হয়েছে ৫টি। যেখানে থাকার ব্যবস্থা বেড়েছে (আবাসন) ২ হাজার ৬৩২ জনের। ফলে ৭০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান না। বাধ্য হয়ে তাঁদের থাকতে হয় ক্যাম্পাসের আশপাশে অথবা ২২ কিলোমিটার দূরের চট্টগ্রাম শহরে। নতুন বিভাগ খোলা হলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা যায়। নিয়োগে অর্থ লেনদেনের সুযোগ থাকে। শিক্ষক সমিতিতে দল ভারী করা যায়। সমস্যা হলো, ইচ্ছেমতো বিভাগ খোলার ফলে হলগুলোতে আবাসনসংকট বাড়ে। মেসে ও কটেজে থাকতে গিয়ে শিক্ষার্থীদের বাড়তি খরচের চাপে পড়তে হয়। নিরাপত্তা নিয়েও শঙ্কা থাকে। সব মিলিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। গত ৩০ ও ৩১ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস-সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের দুই দফা সংঘর্ষের পর আবাসনসংকটের বিষয়টি...