নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্ববাজারে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। শুরুতে কিছু শঙ্কা থাকলেও, প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক তুলনামূলক কম থাকায় এটি এখন বাংলাদেশের জন্য নতুন সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই চীন ও ভারতের হারানো অর্ডারের একটি বড় অংশ বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে। অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে ৪৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৬৬% বেশি। শুধু জুলাই মাসেই বাংলাদেশ রপ্তানি করেছে ৭০ কোটি ডলারের পোশাক। এই সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মোট ৪ হাজার ৫৮০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় মাত্র ৪.৯৬% বেশি। অর্থাৎ, বৈশ্বিক রপ্তানি প্রবৃদ্ধি যেখানে সীমিত, সেখানে...