নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির শ্লথ গতি এবং বিনিয়োগের সীমিত সুযোগের প্রেক্ষাপটে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মার্চ মাস শেষে একক ভিত্তিতে ব্যাংকগুলোর শেয়ারবাজার এক্সপোজার তাদের মোট মূলধনের ১৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৫.২৮ শতাংশ। একই সময়ে, ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিত এক্সপোজারও ২৩.২৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২৭.১৫ শতাংশে পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এই প্রবৃদ্ধি বাজারের স্থবিরতা কাটিয়ে নতুন গতি সঞ্চার করতে পারে, যা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকরি প্রভাব ফেলবে। ব্যাংকাররা বলছেন, শেয়ারবাজার যখন তুলনামূলক নিম্নমুখী ছিল, তখন ব্যাংকগুলো কৌশলগতভাবে বিনিয়োগ বাড়িয়েছে। এর ফলে মূলধনী মুনাফা ও ডিভিডেন্ড আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। মার্চে ডিএসইএক্স সূচক ৫,২১৯.১৬ পয়েন্টে থাকলেও ১১ সেপ্টেম্বরে তা বেড়ে ৫,৫২৩.৭৮...