ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই ব্লকবাস্টার লড়াই। তবে এবারের এশিয়া কাপের রোববারের মহারণে আবেগ-উত্তেজনার পারদ যেন একেবারে চূড়ায়। কারণ, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এই দুই দেশ বছরের শুরুতেই জড়িয়ে পড়েছিল সামরিক সংঘাতে। মে মাসে ৪ দিনের সেই আকাশযুদ্ধের অনেক আগে থেকেই অবশ্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয় শুধু বহুদলীয় টুর্নামেন্টে। এ বছরের সংঘাতের পর থেকে রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারতের অনেক সাবেক ক্রিকেটার দেশটির ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে না খেলতে। তবে সেই বয়কটের হুমকি পেছনে ফেলে শেষ পর্যন্ত ম্যাচটা ঠিকই হচ্ছে। কিন্তু মাঠে নামার আগে উত্তাপ কমছে না। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আগা এরই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আক্রমণাত্মক মনোভাব একটুও কমবে না। তবে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ও সাবেক...