গণমাধ্যমকর্মীদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত নিশ্চয়তার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা এবং গণমাধ্যমকর্মীদের সর্বনি¤œ মাসিক বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের পরামর্শ দিয়েছেন তারা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ডিআরইউ এবং জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ : পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই দাবি ও পরামর্শ উত্থাপন করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জার্নালিস্ট কমিউনিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন প্রবন্ধ উপস্থাপন করেন। শফিকুল আলম বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক ইতিবাচক ও...