দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চার দিন আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হায়দার আলী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর কারণে আমদানিকৃত ও দেশীয় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে ছিল। এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সেই অজুহাতে দেশীয় পেঁয়াজের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বাজারে দেশীয় পেঁয়াজের সররবাহ থাকলেও দাম ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, মোকামে দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা বেড়েছে। মোকামে আগে যেখানে দুই থেকে পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন সেখানে ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। এর ফলে মোকামে যে...