ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে ঘিরে উত্তেজনা শুরু হওয়ার আগেই কিছু বিষয় প্রায় নিশ্চিত থাকে। ম্যাচের সপ্তাহখানেক আগে থেকেই উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠে তর্কবিতর্ক। ম্যাচের টিকিট, যা প্রায়শই অযৌক্তিকভাবে উচ্চমূল্যে বিক্রি হলেও মুহূর্তেই শেষ হয়ে যায়। খেলোয়াড়দের ব্যক্তিগত লড়াই নিয়ে বিশ্লেষণ শুরু হয়। সবখানে তৈরি হয় স্নায়ুচাপে ভরা পরিবেশ। তবে এবারের এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে আজকের লড়াইকে ঘিরে উত্তেজনা এবার তেমন জমেনি। যার সবচেয়ে বড় প্রমাণÑ টিকিট ছাড়ার দুই সপ্তাহ পরও এখনো তা কেনা যাচ্ছে। ফাঁকা গ্যালারি ভরতে বাধ্য হয়ে মূল্যে ছাড় দিতে হয়েছে কর্র্তৃপক্ষকে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে পরিবেশ কিংবা উত্তেজনার এমন পরিবর্তনের প্রধান কারণ এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলা। ঘটনাটি ভারতের জনমনে এতটাই তীব্র ক্ষোভ তৈরি করেছে যে, বিভিন্ন...