ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন সাংবাদিকদের বলেন, শিবিরকে যারা ভোট দিয়েছেন তারা যে সবাই শিবিরের আদর্শ-চিন্তা করে ভোট দিয়েছেন তা নয়, তারা ক্যাম্পাসে দখলদারির ছাত্ররাজনীতির আশঙ্কা থেকে ভোট দিয়েছেন। কারণ তারা অতীতে অনেক ছাত্র সংগঠনের দখলদারিত্বের রাজনীতি দেখেছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বিবেচনায় শিবিরের রেকর্ড নেই। আর ২৪-এর গণঅভ্যুত্থানে তাদের বড় একটা ভূমিকা ছিল। এ ছাড়া শিবিরের বিরুদ্ধে যে ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের পরস্পরের মধ্যে বিশ্বাসের অভাব ছিল—এটাও শিবিরকে সুযোগ করে দিয়েছে।বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতে, দীর্ঘদিনের কৌশল ও সুসংগঠিত কর্মকাণ্ডের কারণেই শিবির বিজয়ী হয়েছে। তিনি বলেন, শিবির অনেকদিন ধরেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। স্টুডেন্টদের সুখে-দুঃখে তারা ছিল। ওয়েলফেয়ার পলিটিক্সের অংশ হিসেবে হলে হলে ওয়াটার পিউরিফায়ার স্থাপন, আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের কম খরচে...